জালিয়াতি সনাক্তকরণ সার্ভিস
এই সার্ভিসটি ইনকামিং অর্ডারগুলো বিশ্লেষণ করে এবং সন্দেহজনক গ্রাহকদের শনাক্ত করে। তবে এটি কেবল একটি মকড সংস্করণ, এবং প্রাপ্ত অর্ডারগুলো শুধু প্রিন্ট করে দেখানো হয়।
জালিয়াতি সনাক্তকরণ সার্ভিস সোর্স
স্বয়ংক্রিয় ইন্সট্রুমেন্টেশন (#auto-instrumentation)
এই সার্ভিসটি OpenTelemetry Java এজেন্টের উপর নির্ভরশীল, যা Kafka-এর মতো লাইব্রেরিগুলোকে স্বয়ংক্রিয়ভাবে ইন্সট্রুমেন্ট করে এবং OpenTelemetry SDK কনফিগার করে। এজেন্টটি -javaagent
কমান্ড লাইন আর্গুমেন্ট ব্যবহার করে প্রসেসে যুক্ত করা হয়। কমান্ড লাইন আর্গুমেন্টগুলো Dockerfile
-এ JAVA_TOOL_OPTIONS
এর মাধ্যমে যোগ করা হয় এবং স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া Gradle স্টার্টআপ স্ক্রিপ্টে ব্যবহৃত হয়।
ENV JAVA_TOOL_OPTIONS=-javaagent:/app/opentelemetry-javaagent.jar
Feedback
Was this page helpful?
Thank you. Your feedback is appreciated!
Please let us know how we can improve this page. Your feedback is appreciated!