Kafka
এটি একটি মেসেজ কিউ সার্ভিস হিসেবে ব্যবহার করা হয়, যা চেকআউট সার্ভিসকে অ্যাকাউন্টিং এবং ফ্রড ডিটেকশন সার্ভিসের সাথে সংযুক্ত করে।
স্বয়ংক্রিয় ইন্সট্রুমেন্টেশন
এই সার্ভিসটি OpenTelemetry Java এজেন্ট এবং বিল্ট-ইন JMX Metric Insight Module এর উপর নির্ভর করে, যা Kafka broker metrics ক্যাপচার করে এবং OTLP এর মাধ্যমে কালেক্টরে পাঠায়।
এই এজেন্টটি প্রসেসে যোগ করা হয় -javaagent
কমান্ড লাইন আর্গুমেন্ট ব্যবহার করে। কমান্ড লাইন আর্গুমেন্টগুলো Dockerfile
-এর KAFKA_OPTS
এর মাধ্যমে যুক্ত করা হয়।
ENV KAFKA_OPTS="-javaagent:/tmp/opentelemetry-javaagent.jar -Dotel.jmx.target.system=kafka-broker"
Feedback
Was this page helpful?
Thank you. Your feedback is appreciated!
Please let us know how we can improve this page. Your feedback is appreciated!